Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে বিয়ের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন ৩ সন্তানের জননী। বুধবার (১২ মার্চ) সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী বিল্লাল নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন।

গত রাতে তারা একসঙ্গে সময় কাটাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের বাড়ি ঘেরাও করে। পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিক বিল্লাল পালিয়ে যায়। পরে ওই নারী মহাসড়কে অবস্থান নিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি তিনি ধর্ষণ মামলার হুমকি দেন। এতে করে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়রা তাকে বুঝিয়ে ও অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে নেন। তবে এ বিষয়ে বিল্লালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই পরকীয়া প্রেমিককে বিয়ের দাবীতে সড়ক অবরোধকারী নারী এক প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন