Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগে ১১ দিন পর মামলা

গেজেট ডেস্ক

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় সাড়ে চার বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষণের অভিযোগে ১১ দিন পর থানায় মামলা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ওই ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে। কিন্তু শিশুটি অসুস্থ হয়ে পড়লে এখন তা সামনে চলে এসেছে। শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে দাবি, গত ২৭ ফেব্রুয়ারি পোলতাডাঙ্গা গ্রামের রেজাউল খন্দকারের ছেলে রাজ মিস্ত্রি ইমরান হোসেন স্থানীয় ভুট্টো ক্ষেতে শিশুটিকে ধর্ষণ করেন।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান জানান, ঘটনার দিন সকালে ইমরান হোসেন ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

পরে ধর্ষিতা শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। সোমবার সকালে ভিকটিমের মা হরিনাকুন্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।

তিনি জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। আসামি ইমরানকে আটক করার জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন