Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মহেশপুর সীমান্তে শিশুসহ আটক ১৪

গেজেট ডেস্ক

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্ত থেকে তিন শিশুসহ ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পৃথক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এক বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবির শ্যামকুড়, পলিয়ানপুর, কুসুমপুর এবং লড়াইঘাট বিওপি অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৪ জন বাংলাদেশিকে আটক করে। আটককৃতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। এ ছাড়া নিমতলা বিওপি অপর এক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক তিন শিশুকে যশোরে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্য ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম পরে জানানো হবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন