Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুর দিয়ে ভারতে ঢোকার চেষ্টার অপরাধে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পিপুলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ভবেন মণ্ডল (৪০) ভারতের উত্তর-২৪ পরগনা জেলার নেতাজি নগরের পরেশ মণ্ডলের ছেলে।

৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে কিছু ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে। সে সময় আমরা সীমান্ত এলাকা পিপুলবাড়ীয়ায় গ্রামে অবস্থান করি। এসময় ভবেন মণ্ডল সীমান্তের একটি মেহগনি বাগান দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন