Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গেজেট ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বুড়ি ভৈরব নদের পানিতে ডুবে চয়ন হোসেন ও আবীর হোসেন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ এলাকার বুড়ি ভৈরব নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ১০টার দিকে তিন শিশু বুড়ি ভৈরব নদের দিকে যায়। এরপর তারা ডুঙা নিয়ে নদের মাঝখানে চলে যায়। এরমধ্যে এক শিশু বাড়িতে ফিরে আসে। কিন্তু সে কাউকে কিছু জানায় না। এরপর চারিদিকে ওই দুই শিশুর খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও পাওয়া যায় না। পরে এলাকার লোকজন নদের তীরে গিয়ে দেখে ডুঙা নেই। এরপর তারা নদের মাঝখানে খোঁজাখুঁজির একপর্যায়ে ডুঙাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন