Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নিজ দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় নিজের দোকান থেকে মানিক (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার পৌর এলাকার ফাজিলপুরের নিজ দোকান থেকে মানিকের মরদেহ উদ্ধার করা হয়। মানিক ওই উপজেলার মনোহারপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামের কিতাব উদ্দীনের ছেলে।

নিহত মানিকের বড় ভাই মনিরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে ফাজিলপুরের মানিকের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি দোকানের শাটার বন্ধ। দোকানের সামনে গেলে দেখি দোকানে তালা মারা নেই। তখন শাটার উঁচু করে দেখি মানিক মেঝেতে পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির বাসার জানান, নিহত অনিকের গলায় দাগ রয়েছে তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। তবে এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, মানিক নামের এক যুবকের মরদেহ তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্ত শেষে বলা যাবে। মানিকের কেন মৃত্যু হয়েছে তার কারণ উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন