Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীরা চার দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় তারা ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক আধা ঘণ্টার জন্য অবরোধ করে রাখে। সেখানে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের মূল ফটকে তারা বিক্ষোভ করে।

তাদের দাবিগুলো হলো- দশম গ্রেডে নিয়োগ অব্যাহত রাখা, অসংগতিপূর্ণ কোর্স- কারিকুলাম বাতিল এবং ইন্টার্নশিপ বহাল, লাইট হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন এবং উচ্চশিক্ষার সুযোগ দেওয়া।

ম্যাটস শিক্ষার্থীরা দীর্ঘ কয়েক বছর উপরোক্ত দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ তারা ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক শান্তিপূর্ণভাবে অবরোধ করে।

এ সময় অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ম্যাটস সভাপতি মোহাম্মদ ম‌ঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আমাদের সব সময় বৈষ্যম্যের শিকার হতে হচ্ছে। সরকার যদি আমাদের দাবিগুলো দ্রুত মেনে না নেয়, তবে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন