Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৮৫ বোতল ফেন্সিডিলসহ দুই মহিলা মাদক কারবারীকে আটক করেছে। শুক্রবার দুপুরে কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনজুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের রয়েল পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করেন। শরীরে বিশেষ কায়দায় ফেন্সিডিল বেঁধে তা পাচার করা হচ্ছিল।

আটককৃত মহিলা মাদককারীরা হচ্ছেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আজিমপুর মাঠপাড়ার সোহাগ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন (৩৫) ও একই গ্রামের মজনু সরকারের স্ত্রী শিউলি বেগম (৩২)।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ দর্শনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসে তল্লাসী চালায়। সে সময় ওই পরিবহনে যাত্রী বেশী উক্ত দুই মহিলাকে সন্দেহ হলে তাদের বাস থেকে নামিয়ে তল্লাসী চালানো হয়। এ সময় তাদের শরীরে বিশেষ কায়দায় বাঁধা ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। তিনি আরো জানান, ফেন্সিডিলগুলি দর্শনা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন