Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে মসজিদ ভাংচুরের ঘটনায় কলেজ শিক্ষকসহ ৭ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে ৭ জনের নামে নালিশী মামলা করেছেন কোটচাঁদপুরের হাজী আমলা নেসা বিবি ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী মোঃ ইমরান হোসেন। বিজ্ঞঃ আদালত ওই মামলাটি এজাহার হিসেবে নিতে কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ নির্দেশ দিয়েছেন।

বাদীর নালিশী বিবরণে জানা যায়, হাজি আমলা নেসা বিবি ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী ইমরান হোসেন (৪২)। গত ২০১৮ সাল থেকে এস্টেটের উন্নয়ন ও উন্নতির জন্য মসজিদ ও মুসলিম উম্মার খেদমতসহ ইসলামীক সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এস্টেটের সেবায় কাজ করে আসছেন। গত ৫ আগষ্ট ৩ টার সময় আসামিরা জোট বন্ধ হইয়া ওয়াকফ এস্টেটের সম্পদ নিজেদের দখলে নেওয়ার জন্য হামলা চালায় এবং ভাংচুর করেন। এরপর ৬ আগষ্ট ৫ টার সময় আবারও সন্ত্রাসীরা হাতে দা, কুড়াল, লোহার রড, লাঠি, লোহার শাবল প্রভৃতি জীবন হানীকর মারাত্মক অস্ত্র সস্ত্র সহ ওয়াকফ এস্টেটের উপর আসিয়া ১নং আসামীর হুকুমে দেয় ওয়াকফ এস্টেট ভাংচুর করেন এস্টেট মসজিদের মিনার, সিসি ক্যামেরা, এসির পয়েন্ট, বৈঠক খানা, সাইন বোর্ড এবং অফিসে থাকা আলমারি ও টেবিল সহ অন্যান্য আসবাবসপত্র। এ সময় আসামিরা লুট করেন টেবিলের ড্রয়ারে থাকা ২ লাখ ২০ হাজার ও দান বাক্সে রক্ষিত ১ লাখ টাকা। এ সব ঘটনা নিয়ে গত ০৫-০৯-২৪ তারিখে মোতওয়ালী ইমরান হোসেন ঝিনাইদহ বিজ্ঞঃ আদালতে নালিশী মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় ৭ জনকে। যার মধ্যে রয়েছে, প্রভাষক আলতাফ হোসেন (৪৭), সামাউল্লাহ মনি (৩৮), মোঃ সাবু (৪৭), মোঃ লতিফ (৬০), মোঃ ইদ্রিস (৫৫), রাজা (৫৮), মোঃ মোরসালিম (২৬) এর সবাই কোটচাঁপুর পৌরসভাধীন সলেমানপুরের বাসিন্দা।

আলতাফ হোসেন ঘাগা-তালসার ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিষয়ের প্রভাষক। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র ও এমপি আনার হত্যা মামলার অভিযুক্ত সাইদুল করিম মিন্টু মিয়ার জামাই বলে এলাকায় নিজেকে জাহির করেন। মিন্টু মিয়ার প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত আছে বলে একাধিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। কোটচাঁদপুর থানা ও ঝিনাইদহ আদালতে বিভিন্ন চক্রান্তের মামলা চলমান আছে বলে সুত্রটি দাবি করেছে। নিজ কলেজের অনেক শিক্ষকের নামেও মামলা দিয়ে রেখেছেন এই আলতাফ হোসেন।

বিজ্ঞঃ আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গন্য করিবার জন্য কোটচাঁদপুর থানাকে আদেশ দিয়েছেন।

এদিকে মামলার কথা জানতে পেরে আসামিরা বিভিন্ন ভাবে বাদি ইমরান হোসেন ও তার লোকজনদের হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন বলেন, ওই ঘটনায় আদালতে নালিশী মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন