ভিসা জটিলতায় কলকাতা যেতে পারছেন না আনার কন্যা ডরিন

গেজেট ডেস্ক

ভিসা জটিলতায় এখনও কলকাতায় যেতে পারেননি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের  কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। ভিসা পেলে আজ-কালের মধ্যে কলকাতায় যাবেন তিনি। গতকাল বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্যের বাসভবনের সামনে সাংবাদিকদের ডরিন জানান, সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংস উদ্ধারের বিষয়টি তিনি গণমাধ্যমে জানতে পেরেছেন। বলা হচ্ছে, এগুলো তাঁর বাবার শরীরের অংশ।

তিনি বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হোক আদৌ ওই মাংসগুলো বাবার শরীরের অংশ কিনা। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, সেটিও খতিয়ে দেখার দাবি করেন ডরিন। এমপি আজীমের ব্যক্তিগত সহকারী (পিএস) এম এ রউফ ও তাঁর এক চাচাও কলকাতা যাবেন বলে জানান তিনি।

এদিকে আনারের হত্যার ঘটনায় জব্দ আলামতের ফরেনসিক পরীক্ষা চলছে। মোবাইল ফোনসেটসহ বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইসের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এদিকে, কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের বাসার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসের টুকরো মানুষের কিনা, তা নিশ্চিতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

গত ১১ মে চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দেওয়ার কথা জানিয়ে কলকাতায় যান এমপি আজীম। বরাহনগরে তাঁর স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। পরদিন ওই বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এর পর সেখানকার থানায় জিডি করেন গোপাল। তদন্ত শুরু হয় দুই দেশে। ২২ মে সকালে ভারতীয় গণমাধ্যমে খবর আসে– নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন তিনি।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন