Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ভ্যান চালককে হত্যা

নিজস্ব প্রতিবেদক , ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শেখপাড়া গ্রামের ভ্যানচালক শরিফুল ইসলাম বাটুলের সঙ্গে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের জমিজমা নিয়ে শত্রুতা চলে আসছিল। সোমবার বিকেলে এনিয়ে আবারও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। বিকেল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন বাটুল। রাত ৯ টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। আসামিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছ । তবে এখনও কোনো মামলা হয়নি। লাশ পোস্টমর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন