Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে পুলিশের জালে ভুয়া মেজর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ কবির হোসেন (৩৫) নামের এক ভুয়া মেজরকে আটক করেছে। কবির হোসেন উপজেলার ছোট-ঘিঘাটি গ্রামের শাহাজান বিশ্বাসের ছেলে।

নড়াইল সদর থানা পুলিশের সহায়তায় গত শুক্রবার (১৯ এপ্রিল) রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে। সে মেজর, র‌্যাব, ডিবি পুলিশ, চাকরিদাতাসহ বিভিন্ন পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল।

কালীগঞ্জ থানার এসআই প্রকাশ রায় জানান, আটক কবির একজর বড় মাপের প্রতারক। সে অধিকাংশ সময় নিজেকে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে থাকে। সে কালীগঞ্জ থানার একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গত শুক্রবার রাতে নড়াইল সদর থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে নিয়ে আসা হয়। শনিবার (২০ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে তার নামে বিভিন্ন থানায় ৫টি প্রতারণা মামলা রয়েছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন