রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

ঝিনাইদহে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক , ঝিনাইদহ

ঝিনাইদহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় মিনিটে জেলা কেন্দ্রীয় ঈদগাঁ উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ আদায় করান জেলা জামে মসজিদের খতিব শায়খ মো. সাইদুর রহমান। এ সময় কয়েক হাজার মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন— সাংসদ নাসের শাহরিয়ার জাহেদি মহুল, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

পরে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দেশ ও জাতির উন্নতির জন্য মোনাজাত করা হয়।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন