বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহ সদরে লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে আমির হোসেন(৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে চণ্ডীপুর গ্রামের মাঠে জালাল মুনশির মরিচের ক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় গ্রামবাসী। মৃত আমির হোসেন চণ্ডীপুর গ্রামের মশকত আলীর ছেলে।

বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে আত্মহত্যা। ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। বর্তমানে তার লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন