Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে শের আলী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে শের আলী ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১ টায় রঘুনাথপুর শের আলী প্রতিবন্ধী স্কুল মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শের আলী ফাউন্ডেশনের সভাপতি শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, হরিণাকুন্ডু উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু এবং হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু। মুস্তাফিজুর রহমান টুটুলের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক জাহিদ হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, সাবেক মেম্বর আলী হোসেন এবং সাংবাদিক রুবেল হোসেন প্রমূখ।

প্রধান অতিথি বলেন, সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়োনো এবং তাদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নিঃসন্দেহে একটি মহৎ কাজ। তিনি এই কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন শের আলী ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কর্মকান্ডকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রকৃত অসহায় মানুষের তালিকা করে প্রায় এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন