Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সামছুল মোল্লা (৫৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক সামছুল মোল্ল্যা উপজেলার কোলা গ্রামের মৃত বদর উদ্দিন মোল্ল্যার ছেলে। শনিবার (৯ মার্চ) রাতে ভিকটিমের মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

৩ নম্বর কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে ঘটনা সত্য। সামছুল মোল্ল্যা ও ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী। বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে শিশুটির পরিবার। কিন্তু ধর্ষণের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গত ৩ মার্চ বিকেলে সামছুল মোল্ল্যার বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যান তিনি। এরপর তাকে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে এলাকায় ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। শনিবার রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই সামছুল মোল্ল্যাকে আটক করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন