Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে সীমান্তে ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ২০

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ভারতীয় নাগরিকসহ ২০ জনকে গ্রেফতার করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার যাদবপুর ইউপির মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়ক এইচ.এম সালাহউদ্দিন চৌধুরী জানান, মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে মাটিলা সীমান্তে অভিযান চালিয়ে পুরুষ, নারী ও শিশুসহ ২০ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছে। আটক বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে অবৈধভাবে প্রবেশের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন