Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাস্থলেই মারা যান আলমগীর হোসেন (৩৩) ও আবুল কাশেম (৫০)। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে বিকেলে কামাল হোসেন (৫৫) মারা যান। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর দড়গা নামক স্থানে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের গনি হাজির ছেলে আবুল কাশেম, মৃত চারু ব্যাপারীর ছেলে কামাল হোসেন, ঘুগরী গ্রামের রিমাজ মালিথার ছেলে আলমগীর নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় কালু মিয়াকে (৫০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুর রহমান জানান, সকালে মহেশপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে ঝিনাইদহে যাওয়ার পথে খালিশপুর থেকে ছেড়ে আসা একটি বালি বোঝাই ট্রাকের সঙ্গে ভালাইপুর দড়গা নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন