Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চিথলিয়াপাড়া সার্বজনীন বারোয়ারি পূজা মন্দির প্রাঙ্গণে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে দুই শতাধিক অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করে সমাজ উন্নয়নমূলক সংস্থা সঞ্জয় ট্রাস্ট। এর আগে ওই ট্রাস্টের উদ্যোগে উপজেলার ভবানিপুর এলাকার আরও দু‘শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ, হরিণাকুন্ডু প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাধু খাঁ, ওই ট্রাস্টের সদস্য আলমগীর হোসেন, মানোয়ার হোসেন, কাউন্সিলর শুভঙ্কর বিশ্বাস প্রমূখ।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন