Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

গে‌জেট ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাহাজ উদ্দীন নামের এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন।

তাহাজ উদ্দীন হরিণাকুণ্ডু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও চাঁদপুর ইউনিয়নের বেড়বিন্নি গ্রামের মৃত আনসার মুন্সির ছেলে।

বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন মুন্সি সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে জানান, শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জিন্দারের মোড় বাজারে চুল কাটানোর উদ্দেশ্যে যাই। এ সময় নৌকা প্রতীকের সমর্থক ও চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল্লাহ রাশিদ দৌড়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন।

গালাগালের কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে বলেন- তুই নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করতেছিস। তিনি আমার কথা বিশ্বাস না করে আমাকে এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। মারপিটের ফলে আমি রাস্তার ওপর পড়ে যাই। এতে আমার ডান হাতে তালুতে আঘাত লাগে। এ সময় আমার চিৎকার শুনে পাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, রাশিদুল্লাহ আমাকে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। এতে আমার প্রাণ নিয়ে আমি শঙ্কিত। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন মুন্সি। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন