Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে আলামিন হত্যা মামলায় গ্রেপ্তার ১

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দিন মজুর আলামিন হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা শফিউদ্দিন শেখ বাদি হয়ে শনিবার হরিণাকুন্ডু থানায় এ মামলা করেন। এতে তিনি উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাসিবুল ইসলামের স্ত্রী চম্পা খাতুনসহ ৮ জনকে আসামী করা হয়। পুলিশ আসামী চম্পা খাতুনকে গ্রেপ্তার করেছে। আসামীকে রোববার ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ১৬৪ ধারায় জবানবন্দীতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, গত ১৫ অক্টোবর সকালে উপজেলার তাহেরহুদা গ্রামের দোয়ারপাড় মাঠের ধানক্ষেত থেকে আলামিন নামে এক যুবকের মরদেহ উদ্দার করা হয়। সে উপজেলার ভবানিপুর গ্রামের শফিউদ্দিন শেখের ছেলে। পরকিয়া সম্পর্কের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আসামী চম্পা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালতে জবানবন্দীতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বাকি আসামীদেরও দ্রুত গ্রেপ্তার করে এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন