বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে নসিমন-বাস সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নসিমন-যাত্রীবাহী বাস সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকালে শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা থেকে যশোরগামী এমআর যাত্রবাহী বাসটি ঝিনাইদরে বাইপাস সড়কের কালিকাপুরে পৌঁছালে অন্যদিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটি রাস্তার পাশে একটি বাড়ির দেওয়াল ভেঙে ভেতরে চলে যায়। এতে বাড়ির লোকজোন কেউ হতাহত না হলেও বাসের যাত্রীসহ নসিমন ড্রাইভার আহত হয়।

ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত বাস যাত্রীদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাাতলে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নারীসহ ৬ জন ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারে কাজ চলছে।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন