বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় ছানুয়ার কাজী (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ছানুয়ার কাজী রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি সংসার ত্যাগী বলে জানিয়েছে পুলিশ।

ছানুয়ার কাজীর মেয়ে জোসনা খাতুন জানান, সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন তিনি। দীর্ঘদিন তিনি সংসার ত্যাগ করে সাধু বেশ ধারণ করে রামচন্দ্রপুর বাজারে বসবাস করতেন। আত্মহত্যার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তাদের ধারণা, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুরদাস মণ্ডল জানান, রামচন্দ্রপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে ছানুয়ার কাজী নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন