Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডুতে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণকুণ্ডুতে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’-এই স্লোগানে উপজেলা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় শহরের পৌরসভা ভবনে স্থাপিত বিটপুলিশ কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাধারণ নারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

থানা সেকেন্ড অফিসার এসআই বিশ্বজিত পাল এর পরিচালনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা হরিনাকুণ্ডু সার্কেল) মোঃ আরিফুল ইসলাম, পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টু, প্যানেল মেয়র খায়রুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, কাউন্সিলর ফারুক হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি ইদ্রীস মল্লিক, মহিলা সমাজকর্মী ললিতা রানী ও মাজেদা খাতুন বক্তৃতা করেন।

বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। এসময় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয় বিট পুলিশিং কার্যালয়ের প্রদত্ত নাম্বারে কল করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন পুলিশের কর্মকর্তারা।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলরগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিট এলাকার ভিন্ন ভিন্ন শ্রেণীপেশার নারী।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন