বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে অস্ত্রসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে শৈলকুপা থেকে একটি দেশি পিস্তলসহ সোহেলরানা(৩০) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব ৬ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতার মো. সোহেল রানা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন সাং-হুদা মাইলমারি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

তার কাছ থেকে একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র(পাইপগান) উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

আটক হওয়া সোহেল মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব ।

এ ঘটনায় জব্দকৃত আলামত ও গ্রেপ্ততারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন