Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর থেকে অমিত সাহা নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। অমিত সাহা জেলার আলফাডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি পেশায় দোকানদার ছিলেন। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ধোপাঘাটা পুরাতন ব্রিজের সামনে টার্মিনাল সড়কের এলাকার রাস্তার পাশে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর সার্কেল আবিদুর রহমান আবির জানান, মুখে পলিথিন মোড়ানো ও বস্তাবন্দি ছিল মরদেহটি। ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার বাসিন্দা অমিত সাহা নামের ওই যুবককে অন্য কোথায় হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, লাশটি ছিল প্লাষ্টিকের বস্তাবন্দি। খুলে দেখা যায় পচে গেছে। লাশের গায়ে পোকা বিনবিন করছে। দুর্গন্ধ বের হচ্ছে। তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলা হয়েছে। আমাদের ক্রাইমসিন এলাকা পরিদর্শন করেছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন