Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসুন্ধী ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের ইয়ারুল জোয়ারদারের ছেলে মাসুম (২১) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সে নারকেলবাড়িয়া আমেনা খাতুন ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

এ বিষয়ে মাসুদের বন্ধু হৃদয় জানান, ২০ আগস্ট (রবিবার) আনুমানিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের সময় কুশবাড়ীয়া বাজার থেকে আমার পালসার মোটর সাইকেলটি নিয়ে ঘুরতে যায়। হঠাৎ নিজে নিজেই মোটরসাইকেল থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়।

সে সময় স্থানীয়রা পার্শ্ববর্তী ডাক্তারের কাছে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় নারিকেল বাড়ীয়া বাজার ক্যাম্পের ইনচার্জ জানান, মোটরসাইকেল থেকে পড়ে মাসুদ নামে একজন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন