Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে শীর্ষ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শীর্ষ মাদক বিক্রেতা ইমরান হোসেন নামে আট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামী ইমরান হোসেন সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রবিবার (১১ অক্টোবর) আসামীর শশুর বাড়ী সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সুত্রমতে, দীর্ঘদিন পলাতক থাকার পর আসামীর শশুর বাড়ী অবস্থান নিশ্চিত হয়ে, ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের চৌকশ দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠনের মাধ্যমে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন পালিয়ে থাকা আট মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন