Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শৈলকূপায় চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় বিস্কুটের লোভ দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (১১ অক্টোবর) সকালে শিশুটির মা বাদী হয়ে শৈলকুপায় থানায় একটি মামলা দায়ের করেন।

শিশুটির মা জানান, শনিবার সন্ধ্যায় বিস্কুটের লোভ দেখিয়ে একই গ্রামের নয়ন হোসেন শর্শী (২৪) নামে এক যুবক তার মেয়েকে শয়নকক্ষে ডেকে নেয়। মেয়ের চিৎকারে ছুটে গিয়ে খারাপ অবস্থায় দেখতে পাই।

পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় লম্পট ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শিশু ধর্ষণ চেষ্টায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন