Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে কৃষক হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর গ্রামের চায়ের দোকান থেকে ফোন করে ডেকে নিয়ে কৃষক কামাল হোসেনকে (৪৫) গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। নিহত কামাল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামের রহমবাড়ীর ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রামে।

পরে তার লাশ গ্রামের বড় বিলের পানিতে ফেলে দেওয়া হয়। সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ কামাল হোসেনের লাশ উদ্ধার করে।

নিহত কামালের ভাই টিটোন জানান, আমার ভাই গ্রামের একটি চায়ের দোকানে বসা ছিল। কে বা কারা আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে আমার ভাই বাড়িতে না আশায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে আমার ভাইকে গ্রামের বিলের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তার মোবাইল ফোনটিও বিলের ধারে পাওয়া যায়।

মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছি। মামলার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন