Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার খুলুমবাড়ীয়া গ্রামে জিকে খালের সংযোগ সুইচ গেটে আটকা পরে ইউনুচ মন্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইউনুচ খুলুমবাড়ীয়া গ্রামের মরহুম আজমত আলী মন্ডলের ছেলে। রবিবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুচ সকালে মাছ ধরার উদ্দেশে সুইচ গেটের ভেতরে প্রবেশ করেন। পরে দীর্ঘসময় গেট থেকে বের হতে না দেখায় স্থানীয়রা ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে প্রতিবেশী আবুল হোসেন জানান, মাছ ধরতে গিয়ে সুইচ গেইটে তিনি আটকা পড়েন। পরে তাকে সেখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাছ ধরতে গিয়ে সুইচ গেটে আটকা পড়ে এক ব্যক্তি মারা গেছে বলে শুনেছি।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন