Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফয়লা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার রাতে আকরামের বাড়িতে ধুমপান করতে যায় মেহেদী হাসান। এ সময় মেহেদী হাসান ও আকরামের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ঘর থেকে ছুরি এনে মেহেদী হাসানকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে আকরাম। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মেহেদী হাসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ রাতেই আকরাম হোসেনকে গ্রেফতার করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন