Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

 

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল খালেক (৮০) কালীগঞ্জ উপজেলার বাদেদিহী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে।

বুধবার (৫ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বরোবাজার স্টেশনের অদূরে মাছ বাজারে রুপসা এক্সপেস ট্রেনে সে কাটা পড়ে। সকালে সে বারোবাজার মাছ বাজারে বোতল কুড়াচ্ছিল বলে স্থানীয় ব্যবসায়ীরা জানায়।

বারোবাজার রেলস্টেশন সহকারী মাস্টার আরিফুর রহমান জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়। খবর পাওয়ার পর যশোর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করে বলে জানা যায়।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন