Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে ৪ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি মো: সাহেব আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২২ জুন রাতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পোড়াহাটি বাজারস্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রেরিত প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২১ জুন ওই শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময়ে সাহেব আলী শিশুটি মিষ্টি খাওয়ানোর কথা বলে তার ফাঁকা বাড়িতে ডেকে নেয়। পরবর্তীতে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে নিজ বসত ঘরের মধ্যে নিয়ে শিশু ভিকটিমকে ধর্ষনের চেষ্টা করে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে দরজা খুলে পালিয়ে যায়। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ২২ জুন র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আসামি ঝিনাইদহ জেলার সদর থানাধীন পোড়াহাটি বাজারস্থ এলাকায় আত্নগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন