Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

 বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বজ্রপাতে সাজেদুর রহমান (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সাজেদুর দোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাবিল উদ্দিন বিশ্বাসের মেজো ছেলে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলার দয়ারামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দয়ারামপুর-শুয়াদি গ্রামের একটি মাঠে সাজেদুর কৃষি কাজ করছিল। এসময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এতে সাজেদুর গুরতর আহত হয়ে মাঠের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন