Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে বৃদ্ধার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পারিবারিক কলহের জেরে গলায় শাড়ি পেঁচিয়ে মনোরা খাতুন (৭০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (৩ জুন) সকালে উপজেলার ভায়না ইউনিয়নের দোবিলা এলাকায় নিজ ঘরের আড়ায় শাড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি একই এলাকার মৃত জিবারত খাঁ এর সহধর্মিণী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মনোরা খাতুন দীর্ঘদিন পেটে ব্যাথা ও মাথায় অসুবিধার কারণে জালা যন্ত্রণা সইতে না পেরে শনিবার ফজরের নামাজ শেষে তার নিজ ঘরের আড়ায় পরনের কাপড় গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

বাড়ির বড় ছেলে ইয়ামিন খাঁ জানায়, আমার বাবা আমাদের ছেড়ে অনেক ছোট্টকালে মারা গেছে। আমার মা অনেক কষ্টে আমাদের বড় করেছেন।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বুঝা যাবে প্রকৃত রহস্য।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন