Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৪৩

গেজেট ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পাঁচ ভারতীয় নাগরিকসহ ৪৩জনকে আটক করেছে বিজিবি। সোমবার দিবাগত রাতে উপজেলার বাঘাডাঙ্গা, মাটিলা, লড়াইঘাট ও শ্যামকুড় সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আজ বুধবার (০৭ অক্টোবর) সকালে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল কামরুল আহসান জানান, অনুপ্রবেশের সংবাদে রাতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। এসময় বাঘাডাঙ্গা বিওপি’র এলাকাধিন কাঞ্চনপুর হতে নারী ও শিশুসহ ১৬ জন, মাটিলা এলাকা থেকে ৩ নারী ও শ্যামকুড় এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়।

এছাড়াও অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় নাগরিকসহ ১৫ জন, মাটিলা এলাকা থেকে ৩ জন ও লড়াইঘাট এলাকা থেকে একজনকে আটক করা হয়।

আটককৃত বাংলাদেশীদের বাড়ি ঝিনাইদহ, খুলনা, মাগুরা, বাগেরহাট, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। আর ভারতীয় ৫ নাগরিকের বাড়ি ভারতের বেঙ্গালুর ও নিগড়ী জেলায়।

 

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন