Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কবির হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ মে) রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি খড়ের গাদার নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির হোসেন বাহাদুরপুর গ্রামের রমজান শেখের ছেলে। আজ সকালে শিশুটির বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় কবির হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।

শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যার কিছু আগে পার্শ্ববর্তী বাহাদুরপুর গ্রামের কবির শেখের দোকানে তেল কিনতে যায়। এসময় কবির তার মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে ডেকে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে।

পরে শিশুটিকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন