Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাবাকে বিদায় জানিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাবাকে বিদায় দিয়ে বাড়ি ফেরা হলো না গোলাম রসুলের। নিহত গোলাম রসুল উপজেলার জগদ্বিশপুর গ্রামের মোস্তফার ছেলে। সে গুড়পাড়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্র। রোববার (৭ মে) রাতে তার পিতাকে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে রেখে বাড়ি ফেরার পথে উপজেলার বকশিপুর গ্রামে কাছে পৌঁছালে ইজিবাইক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় স্কুলছাত্র গোলাম রসুলের।

সূত্র বলছে, গোলাম রসুলের বাবা সিংগাপুরে যাবার জন্য রাতে ফ্লাইট ছিল তার। এজন্য ছেলেকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে যান। পিতাকে মোটরসাইকেলে করে রেখে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় তার অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথেই গোলাম রসুলের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন আক্তার জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে যশোরে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শাহ্ মোহাম্মদ আজিজ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন