বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ,ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে মহেশপুর উপজেলায় সামন্তা বাজার সংলগ্ন ষাটনলপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী বাগদিয়ার আইট গ্রামের জনৈক দেলবার হোসেনের স্ত্রী রাফেজা খাতুন।

এলাকবাসী সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন রাফেজা খাতুন। ওই সময় ষাটনলপাড়া নামক স্থানে পৌছালে বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল মান্নান জানান, নিহত রাফেজা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন