Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফেন্সিডিল ফেলে রেখে ভারত পালিয়ে গেল আসামি

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি । রোববার রাত দেড়টার সময় উপজেলার পারগোপালপুর সীমান্ত থেকে এ ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় মাদককারবারী সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানাতে পারে ঝিনাইদহের মহেশপুরের পারগোপালপুর সীমান্ত দিয়ে জনৈক মাদক ব্যবসায়ী ভারত হতে মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত সংবাদের ভিত্তিতে যাদবপুর বিওপির টহল দল পারগোপালপুর মাঠের মধ্যে এ্যাম্বুশ স্থাপন করে বসে থাকে। আনুমানিক রাত দেড়টার দিকে বর্ণনা মোতাবেক একজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় তাকে চ্যালেঞ্জ করার জন্য টহলদল উঠে দাড়ালে লোকটি বস্তা ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত ব্যক্তির ফেলে যাওয়া বস্তা হতে বিজিবি টহল দল ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে খলিলকে পলাতক আসামি করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন