Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কোটচাঁদপুরে সরকারি কলেজের ৬তলা বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারী কেএমএইচ ডিগ্রি কলেজ (৬ তলা) একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর ) বেলা ১১টার দিকে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ৬ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন ঝিনাইদহ -৩ (কোটচাঁদপুর -মহেশপুর ) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।

জানা যায়, বর্তমান সরকারের সরকারি কলেজ সমুহে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আওতায় কোটচাঁদপুর সরকারী কলেজে ২০২০-২১ অর্থ বছরে ৬ কোটি টাকা ব্যয় নির্মাণে কোটচাঁদপুর সরকারী কলেজে এ ছয়তলা বিশিষ্ট ভবন নির্মানের কার্যাদেশ দেয়া হয়।

সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুতোষ কুমারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ৬ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান বাবলু, লুৎফর রহমান, পৌর আ’লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম-আহবায়ক সহিদুজ্জামান সেলিম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম, ইউপি চেয়ারম্যান নওশের আলী, মিজানুর রহমান খান, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল শান্তি, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শফিকুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শাহিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলামীন প্রমুখ ।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন