Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ক্রেতাকে মারধরের অভিযোগে গার্মেন্টস সিলগালা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায় বৃদ্ধ এক ক্রেতাকে মারধরের অভিযোগে মীনা বস্ত্র বিতান নামে ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে মীনা বস্ত্র বিতানটি সিলগালা ও আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালন শিবু পদ বিশ্বাসসহ অন্যান্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, শুক্রবার এক বৃদ্ধ ক্রেতাকে মারধর করা হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ঘটনা প্রসঙ্গে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে অধিকতর তদন্তের জন্য প্রতিষ্ঠানটি সিলগালা ও আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার (১৪ এপ্রিল) পন্যের দাম নিয়ে এক বৃদ্ধ ক্রেতাকে মারধরের অভিযোগ উঠে কালীগঞ্জ শহরের মীনা বস্ত্র বিতানের মালিকের বিরুদ্ধে। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন