বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

শৈলকুপায় বিষপানে ভ্যান চালকের আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ইয়াকুব হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক বিষপানে আত্মহত্যা করেছে। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার আবাইপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ওই গ্রামের মৃত আলিম উদ্দীন খাঁর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম।

গ্রামবাসী জানান, ইয়াকুব একজন মানসিক প্রতিবন্ধী রোগী, পেশায় একজন ভ্যানচালক। প্রায়ই তিনি তার স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি করতো। শনিবার রাতে তাদের মধ্যে কিস্তির টাকা নিয়ে মনোমালিন্য হয়। রবিবার সকালে সে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন