Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে ঘুমন্ত শিশুর ওপর দিয়ে চালিয়ে গেল লাটাহাম্বা

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে লাটাহাম্বায় পিষ্ট হয়ে আমেনা আক্তার নামে এক বছর বয়সের এক শিশু মারা গেছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের বড় মনির ছেলে।

শিশুটির স্বজন ও স্থানীয়রা জানায়, ওই শিশুটিকে সকালে বাড়ির পাশে শুইয়ে রেখে ক্ষেত থেকে আনা ভুট্টা ঘরে তোলার কাজ করছিলেন তাঁর মা। একটি লাটাহাম্বা গাড়ি মাঠে যাওয়ার সময় তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শিশুটির বাবা বড় মনি জানান, তাঁর স্ত্রী মেয়েকে বাড়ির আঙিনায় ভুট্টার পালার পাশে শুইয়ে রেখে ভুট্টার আটি বাধার কাজ করছিল। তখন একটি লাটাহাম্বা মাঠের দিকে যাওয়ার জন্য সড়ক থেকে নিচে নামার সময় তাঁর মেয়ের মাথার ওপর দিয়ে চালিয়ে দেয়।

হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাটাহাম্বার চালক পলাতক রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন