Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

গেজেট ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বিশেষ খালি গ্রামের ছাদ্দার হোসেন (৫০) ও তার স্ত্রী পারভীন আক্তার (৪৩)।

স্থানীয়রা জানান, সকালে ইঞ্জিনচালিত ভ্যানে করে যশোরের উদ্দেশে যাচ্ছিলেন তারা। পথে সুগার মিলের সামনে পৌঁছালে ঝিনাইদগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন