Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালিগঞ্জে ট্রলির ধাক্কায় হতাহত ২

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রলির ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১০ টার দিকে বারোবাজার-বাঘারপাড়া সড়কের শ্মশানঘাট এলাকায় মাটিটানা ট্রলির ধাক্কায় তার মৃত্যু হয়। মৃত তরিকুল ইসলাম উপজেলার বাারোবাজার ইউনিয়নের সুবর্ণাসরা গ্রামের মৃত মিন্টু বিশ্বাসের ছেলে। তবে এ ঘটনায় নিহতের চাচা গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহবুবুর রহমাান জাানান, সকালে ভাইপোকে নিয়ে মোটরসাইকেল যোগে বারোবাজার যাচ্ছিলাম। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভাইপো তরিকুল নিহত হয় এবং আমার পা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সুবর্ণাসারা পুলিশ ফাঁড়ির এসআই সেলিম ইসলাম হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, বারোবাজার যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে একটি মাটি বোঝায় ট্রাক্টরের ধাক্কা দেয়। মরদেহর সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে যোগ করেন এএসআই।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন