Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহল জাতীয় স্পিরিট পান করে তিনজন মারা গেছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে তারা মারা যান।

নিহতরা হলেন- কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর খাঁ একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার ও শ্রীলক্ষী সিনেমা হলের পিছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন । এর মধ্যে জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে এবং রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে অ্যালকোহল পান করে। এরপর অসুস্থ্য হয়ে পড়ে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, শহরের একটি হোমিও দোকান থেকে এই বিষাক্ত স্পিরিট খেয়েছিল। তদন্ত করলে মেয়াদোত্তীর্ণ স্পিরিট খেয়ে মৃত্যুর কারণই আসবে বলে তিনি মনে করেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মারা যাওয়া ব্যক্তিরা সবাই অ্যালকোহল পান করেছিল। অ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়ে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন