Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রংপুরে নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলার আসামি রিপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রংপুর পীরগাছা এলাকার নাবালিকাকে অপহরণ পূর্বক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬। বৃহস্পতিবার র‌্যাব ঝিনাইদহের সদস্যরা তাকে শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামি রিপন মিয়া পীরগাছা এলাকার বাসিন্দা।

র‌্যাব ৬ ঝিনাইদহ কার্যালয়ের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, দেড় বছর ধরে নাবালিকাকে স্কুলে আসা যাওয়ার পথে উত্তাক্ত ও কুপ্রস্তাব দিত রিপন। প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি তার ওপর ক্ষিপ্ত হয়। ১৮ জানুয়ারি বিকেলে ঘুরতে বের হলে রিপন সহযোগীদের নিয়ে নাবালিকাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে একটি বাড়িতে আটক রাখে। বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ব্যাপরে ভিকটিমের মা বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিকে গ্রেপ্তারে র‌্যাব অভিযান অব্যাহত রাখে।

ধারাবাহিকতায় র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে চাঞ্চল্যকর অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকায় আত্নগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি শৈলকুপা থানাধীন চন্ডিপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মো: রিপন মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে তাকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ এসজেড

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন