Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দুর্বৃত্তরা কুপিয়ে আহত করলো ঘুমিয়ে থাকা দিনমজুরকে

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইদ্রিস আলী (৪০) নামে ঘুমিয়ে থাকা এক দিনমজুরকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত পৌনে দুইটার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে। গুরুতর আহত ওই ব্যক্তিকে প্রথমে হরিণাকুণ্ডু ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের মা ছকিনা বেগম জানান, তাঁর ছেলে রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। পৌনে দুইটার দিকে কে বা কারা তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। কারও সাথে ছেলের কোনো দ্বন্দ্ব ছিল না। তাহলে কারা তাঁর ওপর এই হামলা করলো তিনি বুঝতে পারছেন না।

হরিণাকুণ্ডু হাসপাতালের চিকিৎসক মিল্টন পারভেজ জানান, ওই ব্যক্তির মাথা, কপাল ও মুখের ওপর ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে কুষ্টিয়া রেফার করা হয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি রাতেই আমি শুনেছি। সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। ঠিক কী কারনে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে সেটির তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

খুলনা গেজেট/ বি এম এস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন